×

Wyszukaj artykuł

Podaj imię i nazwisko autora

Podaj tytuł szukanej piosenki

Warfaze piosenki

Utwory wykonawcy:

Abak Bhalobasha

সব আলো নিভে যাক আঁধারে শুধু জেগে থাক ঐ দুরের তারারা সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায় শুধু জেগে থাক এই সাগর আমার পাশে সব বেদনা মুছে যাক স্থিরতায় হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে থমকে দাড়িয়েছে মহাকাল এখানে শুভ্র বালুর সৈকতে এ...

Agami

ধ্বংসের সীমানায়, স্বপ্নে সাজানো আঙিনায় তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে স্বাধীনতায় বেদনা ভুলে যাই, যখনই তোমাদের খুঁজে পাই রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দী চেতনা শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়। তুমি আশা আগামী, অশ্রু ধোয়া আগামী দুঃখী মানুষের দেশে সু...

Boshonto

বিকেলের এই রোদ্দুরেতে, বসন্তেরই সাথে সেজেছে প্রকৃতি, অপরুপ এক সাজে সারা আকাশ জুড়ে শুধু পাখিদেরই মেলা ক্লান্তি নেই যেন, উড়েছ সারাবেলা এরই মাঝে, খুঁজে পাই আমি, আমায় আমি এরই মাঝে খুঁজে পাই যে আমি জীবনের মানে কি? ও…… মেঘে মেঘে আলো ছায়ায়, অনেক রঙের খেল...

Jedin

যেদিন খুশির কান্না ভেজাবে এই চিবুক তোমায় নিমন্ত্রণ, আমার সাথে কাটিও কিছুক্ষন যেদিন হাসির ছটায় ভরবে আমার বুক বাঁধনহারা সুখ, বিলিয়ে দেব ভরিয়ে তোমার মন। বাধার অরন্যে, স্থরিবতায় কতকাল কেটে যায় তবুযে স্বপ্নে ছবি আঁকা এখন মনে আমার অনন্ত করুন সুর, থেকো...

Jonosrot

সবাই বলে, আর তুমিও বলো আর তুমি কি বলো, আর তুমি কি বলো, বলো? যে পথ জনস্রোত করেছে অবরোধ সেই পথ এখনও কি লাগছে ভালো? কি লাগছে ভাল, বলো? অবশেষ আর ভাবিনা, ভেঙে সীমানা, দেখি অজানা প্রান্তর মেঠো পথ এঁকে চলেছি, ভয় ভুলেছি, গত হচ্ছে না মন্থর আঁধার এর সাথে সন্ধি,...

Moharaj

সমাজ শিখরে আজ তুমি একা রিক্ত কামনায় অহমের মায়াজালে সকল ভালোবাসা পদলিত করে মানবতার যত বন্ধন ছিড়ে ফেলে ক্ষমতার নিয়মে দেয়াল তুলে জনতাকে বেদনায় ভাসালে ক্ষমতার পেছনে যাদের স্মৃতি অবসরেও কি পরে মনে…… হে মহারাজ, এসো আমাদের সমতলে পাবে জীবন, যাকে বহুদু...

Na

আর চার দেয়ালে কেন একা ডূবে থাকা এই বর্তমানকে দূরে ঠেলে অতীতের ছবি আঁকা আর যত কারনে এই দ্বিধার বাড়াবাড়ি জাগবেনা আর জীবন তোমার হলে সান্ধ্য আইন জারি আর কেন হাত গুটিয়ে বসে থাকা কিসেরই ভয়ে ভয়ে আমি নেই কোন নিষিদ্ধ পরিচয়ে মন যাকে দেবে সিদ্ধান্ত আজই নাও...

Projonmo 2012

না শুনি তোমার কানে না তাকাই তোমার পানে না দেখি তোমার চোখে চোখ রাঙিয়ে তাকাও কেন তুমি হাঁটিনা আমি তোমার পথে সখ্যতা নেই তোমার সাথে না চলি তোমার মত সমস্যা তোমার আমার তো নয় গড়বো নতুন সমাজ, নেই ভেদাভেদ যেখানে পিছে ফেলে সকল অনিয়ম, যে সমাকে সবাই সমান জ...

Protikhkha

দুঃস্বপ্নের শেষ সীমানায়, চমকে ঘুম ভেঙ্গে যায় জেগে দেখি তুমি পাশে নাই, চোখ পড়ে খোলা জানালায় জোছনায় আলো নেই আর, হতাশার কালো আঁধার নির্বাক রয় ধরণী, দুঃখ যেনো আমারই এক ঝিম-ধরা দিবা স্বপনে, আনাগোনা সন্দেহে আমি একা মেতে উঠি, পুণ্যে বিকশিত পাপের খেলায়,...

Purnota

সেদিন ভোরে, বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনার ডাকে এই শহরে ইটের পাহাড়ে, ছিলোনা কেউ যে দেওয়ার প্রেরনা যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায় আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয়...

Rupkotha

শক্তি দাও বিধাতা, অনন্তকাল ধরে জ্বলছে হৃদয় হয়তো কেউ বোঝেনা কত সত্য প্রণয় এসেছিলে বাঁচাতে আমায়, ভরে দিলে নতুন আশায় রূপকথার মত ভালবাসা কত যে সুন্দর, বুঝে তোমারই কাছ থেকে স্বর্গেরই প্রতিরূপ বলেছিলে খুঁজনা আমায় আমি যদি কভু হারিয়ে যাই যেতে দিও আমায়...

Shotto

যত সাজানো গল্পে, চাকচিক্যের আড়ালে লুকানো সত্য নীরবে কেঁদেছে, নীরবে কেঁদেছে লোভনীয় বিকল্পে, ধাঁধানো মিথ্যার মায়াজালে বেনিয়ার যে নকশায় পৃথিবী রঙ বদলায় বিপণন জীবন অবলীলায়… গোপনীয় অবক্ষয়, মানবেতর প্রাণের অনুনয় বিকারী তথ্য সকল বাঁধ ভেঙেছে সাধারণ...